
Series: কুয়াশা #৭
Published by: অন্বেষা প্রকাশন
Release Date: 3rd Printed, 2015
Genre: রহস্য ও গোয়েন্দা
Pages: 190
ISBN: 9789849136552
Editor :
আরজে শারমিন, বাংলাদেশের জনপ্রিয় আরজেদের মধ্যে অন্যতম। বৃশ্চিক রাশির এই আরজের জন্ম তারিখ ১৯ নভেম্বর । বাবা সাংবাদিক হওয়ার কারনে ছােটবেলা থেকেই সংস্কৃতিক অঙ্গনে পদচারণা। ছােটবেলা থেকে গানের প্রতি প্ৰবল আগ্রহ থাকার কারনে নিয়মিত গান শিখতেন প্ৰখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী ‘রেজওয়ানা চৌধুরী বন্যা’র কাছে। গান করতে করতেই আরজে হিসেবে পথ চলা শুরু । দীর্ঘ সাত বছর ধরে এবিসি রেডিওতে কর্মরত আছেন। তার জনপ্ৰিয় অনুষ্ঠানগুলোর মধ্যে 'কুয়াশা’, ‘প্ৰেমরোগ’, ‘হাওয়া বদল’ এবং তারা-রাম-পাম’ অন্যতম। অবসর সময় গান শুনতে এবং কাছের মানুষদের গান শোনাতে ভালোবাসেন বর্তমান সময়ের জনপ্রিয় এই আরজে ।
রহস্যের মাঝেই থাকে অনিশ্চয়তা, আর অনিশ্চয়তা মানেই বিস্ময়! আর.জে. শারমিনের পরিকল্পনা, পরিচালনা ও প্রযোজনায় “কুয়াশা” হলো এবিসির মাধ্যমে তুলে ধরা, রহস্য আর শিহরণে ভরা রেডিও নাটক, যাতে কন্ঠ দিয়ে অভিনয় করে থাকে এবিসির কলাকুশলীরাই! ভয় আর আতংকের মিশ্রনে কুয়াশা অনুষ্ঠানটি এখনও মানুষের মনে গোপন রহস্য উদ্ঘাটনের উন্মাদনা বিলিয়ে চলেছে। কুয়াশার প্রথম অংশে থাকে দি এক্স ফাইলস্, যেখানে আর.জে.শারমিনের কন্ঠে বলা হয় পৃথিবীতে ঘটে যাওয়া অদ্ভুত সব খুন বা মৃত্যুর ঘটনা, যেসব ঘটনার বা মৃত্যু রহস্য বহুদিন পর হয়তো এখন সমাধানের কাছে এসেছে! আর দ্বিতীয় অংশে থাকে রেডিও নাটক, যার কাহিনী ভয় বা অনিশ্চয়তাকেই সংক্রামণ করে শ্রোতাদের রন্ধ্রে! এবিসির নিজেশ্ব প্রযোজনায় তৈরি হয় কুয়াশার নাটকের পেছনের শব্দ সংযোজন ও পরিবেশ সঙ্গীত! তাই কুয়াশা শুনুন, প্রতি সোমবার ঠিক রাত ১১টায়!
কিছু কথা :
শখের বশে কুয়াশার জন্য গল্প লেখা শুরু করেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। অনেকেই তাকে চিনেন রুম্পা ফারজানা নামে। অন্যান্য ফিকশন, ছোটদের জন্য গল্পর লিখলেও ভৌতিক গল্প লেখার কোন ইচ্ছাই আদতে কখনও হয়নি তার। বলা যায় হঠাৎ করেই এবিসি রেডিওর জন্য ভৌতিক গল্প লেখা। তারপর লিখতেই থাকে। মশিউর রহমান শান্ত বর্তমানে এবিসি রেডিওর আরজে এবং স্ক্রিপ্ট রাইটার। তবে পাশা-পাশি একুশে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান মুক্ত খবরের রিপোর্টার এবং প্রেজেন্টার হিসেবে কর্মরত আছে। জাতীয় পত্রিকায় প্রকাশিত লেখার সংখ্যা শতাধিক। ছোটগল্প লিখেছেন ৪২টি। তার অন্যান্য বই গুলোর মধ্যে ভূত সমাজ বিলুপ্ত, গণমাধ্যমে শিশু-কিশোরেরা, মিশন বারমুডা ট্রায়াঙ্গল অন্যতম।
Buy the Book: Rokomariএই সিরিজের আরো বই: